টাঙ্গাইলের ভূঞাপুরে সোমবার (১৭ নভেম্বর) ঝুঁকিপূর্ণ ভাবে লাইসেন্স বিহীন জ্বালানি তেল মজুদ রাখার দায়ে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লিটন মন্ডলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্বপন মন্ডলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা মোট তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রয়োজনীয় আইনানুগ কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হওয়ায় ঝুঁকিপূর্ণ জ্বালানি মজুদের স্থানটি সিলগালা করা হয়।