শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
মুশফিকের শততম টেস্ট
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:২২ AM আপডেট: ১৯.১১.২০২৫ ১০:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটে প্রথম টেস্ট এক ইনিংস ও ৪৭ রানে জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের লক্ষ্যে আজ মিরপুরে মাঠে নেমেছে স্বাগতিকরা। 

শেষ টেস্টটি আবার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মাইলফলকও। এই ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার মাইলফলক টেস্টটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের একাদশে পরিবর্তন দুটি। দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা এই টেস্টে বাদ পড়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। আয়ারল্যান্ড দলেও পরিবর্তন দুটি। বাদ পড়েছেন ক্রেইগ ইয়াং ও ব্যারি ম্যাকার্থি। তাদের জায়গায় এসেছেন গ্যাভিন হোয়ে ও স্টিফেন ডোহেনি। 

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকান (উইকেট), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রিন, স্টিফেন ডোহেনি, ম্যাথু হামফ্রিজ ও গ্যাভিন হোয়ে।



আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট   আয়ারল্যান্ড   বাংলাদেশ একাদশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত