শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
আটোয়ারীর আলোয়াখোয়া ঐতিহ্যবাহী রাশমেলার উদ্বোধন আগামীকাল
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:৪৫ PM আপডেট: ১৯.১১.২০২৫ ৬:৩৩ PM

পঞ্চগড় জেলার সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাহায্যার্থে প্রতিবছরের ন্যায় এবারেও মাস ব্যাপী ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলার শুভ উদ্বোধন হচ্ছে ২০ নভেম্বর সন্ধ্যায়।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষনা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলার মির্জা গোলাম হাফিজ কলেজ মাঠে অনুষ্ঠিতব্য মেলার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার পঞ্চগড়। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা উদযাপন কমিটি-২০২৫ এর নির্বাচিত সস্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান। প্রধান অতিথি কর্তৃক মেলার শুভ উদ্বোধন ঘোষনার পর পরই শুরু হবে বর্নাঢ্য আতশঁবাজী। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবার দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সাংস্কৃতিক পরিবেশনায় মূল আকর্ষনে থাকছে ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন তারকা নোলক বাবু, খ্যাতিমান সংগীত শিল্পী লতা রহমান ও চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী মেঘ মুন্না সহ স্থানীয় শিল্পীবৃন্দ। উল্লেখ্য, মেলায় বরাবরের ন্যায় গরু-মহিষ, ঘোড়া, আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের পাশাপাশি থাকবে সুস্থ চিত্তবিনোদনের ব্যবস্থা। মেলায় সকলকে আসার আমন্ত্রন জানিয়েছেন সম্পাদক মোঃ শাহাজাহান।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত