শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় ধান কাটার সময় হঠাৎ একটি বড় আকৃতির সাপ দেখতে পেয়ে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রাবার অফিসের অপর পাশে বুধু বাবুর বাড়ির পাশের খালি জায়গার ধানখেতে এ ঘটনা ঘটে।
ধান কাটতে থাকা শ্রমিকরা ঘাসের ঢালে সাপটিকে দেখতে পেলে কাজ বন্ধ করে চারদিকে ছুটাছুটি শুরু করেন। পরে তারা বিষয়টি জানান এলাকার বাসিন্দা বুধু বাবুকে। তিনি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর প্রজাতির বলে শনাক্ত করেন। তারা জানান, সাপটি সুস্থ ও অক্ষত অবস্থায় ছিল এবং সম্ভবত খাবারের সন্ধানে ধানখেতে চলে আসে।
পরিবেশকর্মীরা নিরাপদে অজগরটিকে উদ্ধার করেন এবং পরবর্তীতে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন। বন বিভাগ সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সাপটিকে তার স্বাভাবিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
স্থানীয় পরিবেশ সচেতনরা বলেন, কৃষিজমি ও বসতবাড়ির আশপাশে এ ধরনের বন্যপ্রাণীর দেখা পাওয়া অস্বাভাবিক নয়। মানুষের আতঙ্ক থাকলেও সাপসহ অন্যান্য বন্যপ্রাণী বাঁচিয়ে রাখতে সচেতনতা ও সহযোগিতার বিকল্প নেই।