রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
আড়িয়লে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:৩৪ PM

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপির কর্মীসভা ২২ নভেম্বর শনিবার রাতে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মাতবর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আমির হোসেন দোলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ঢালী মো. ওয়াহিদ, জহিরুল ইসলাম লেলিন ও পাপিয়া ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু, জহিরুল ইসলাম মুরাদ, সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা হিমু খান, তপন ঢালী, নাদিম মাহমুদ বিদ্যুৎ, জেলা সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হালদার, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির।

এ ছাড়া টঙ্গিবাড়ী উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মানজুর, যুবদল নেতা মারুফ ইসলাম রিমেল, সাজন মুন্সী, উপজেলা সাবেক ছাত্রদল নেতা মজিবুর রহমান, বাঁলিগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকদল আহ্বায়ক মো. হারুন, বিএনপি নেতা আপেল মাহমুদ প্রতিক, দ্বীন ইসলাম মেম্বার, কুদ্দুস মেম্বার, মিরাজ শেখ, এলকাস মেম্বার, আড়িয়ল ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. শান্তসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় সংগঠনগত কার্যক্রম, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামীর রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত