কেন্দুয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
কেন্দুয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫৮ PM (Visit: 347)

নেত্রকোণার কেন্দুয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রিফাতুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন, ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী মোহাম্মদ সামসুদ্দোহা, জামায়াতে ইসলামী প্রার্থী খাইরুল কবির নিয়োগী, জাতীয় পার্টির প্রার্থী মো. আবুল হোসেন তালুকদার, কেন্দুয়া উপজেলা আমীর সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মজিবুর রহমান মজনু  ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।

সভায় স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল তার বক্তব্যে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর একটি ভিডিও নির্বাচন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন। তিনি অভিযোগ করে বলেন, ওই ভিডিওটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা প্রয়োজন।

এ অভিযোগের জবাবে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী বলেন, তিনি সবসময় নির্বাচনী আচরণবিধি মেনে চলেন। প্রদর্শিত ভিডিওতে থাকা বক্তব্যটি নির্বাচনী তফসিল ঘোষণার আগেই দলীয় ফোরামে দেওয়া হয়েছিল এবং ভিডিওটি খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, নির্বাচনী আইন প্রয়োগে প্রশাসন কঠোর থাকবে। কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘন বরদাশত করা হবে না।

সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy