চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:০৯ PM (Visit: 283)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের সময় জামায়াতের জেলা আমীর রুহুল আমিন বলেছেন, আমরা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাই। যারা  ক্ষমতায় থাকে  তারা বিরোধীদের ওপর দমন-পীড়ন  চালায়। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। 

রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জামায়াতের দামুড়হুদা উপজেলা শাখার আমীর নায়েব আলীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি রুহুল আমিন উপরোক্ত কথাগুলো বলেন। 

তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় আসলে অবহেলিত জেলায় শিক্ষার মান বাড়ানো হবে। চুয়াডাঙ্গা থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু এই জেলার মুক্তিযোদ্ধারা অবহেলিত। অনেক মুক্তিযোদ্ধাকে রাজনৈতিক রঙ দিয়ে তাদের ভাতা থেকে বঞ্চিত করা হয়েছে। বৃদ্ধ বয়সে মানুষ অসহায় হয়ে পড়েন। তখন তাদের সাহায্যের প্রয়োজন হয়। জামায়াত ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে দেবে। একজন বিচারক জবাবদিহিতার অভাবে অন্যায়ভাব রায় দিয়ে থাকে। এই অন্যায় রায়ে ভুক্তভোগী মানুষের পরিবারই ধ্বংস হয়ে যায়। তারা এ সমাজে ভালভাবে দাঁড়াতে পারেনা। আমরা এর পরিবর্তন চায়। মানবতার কল্যাণ সাধনের লক্ষ্যে আমরা কাজের বাস্তবায়ন ঘটাতে চায়'। 

এর আগে শনিবার ( ৩ জানুয়ারি) দর্শনায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন জামায়াতের জেলা আমীর।   

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া ও আবুল বাশার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা  আবুল কাশেম জিহাদী, যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক প্রমুখ।

অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলার মুক্তিযোদ্ধগণ উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy