নেত্রকোনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে রবিবার (৪ জানুয়ারি) জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গনে ‘খেলাধুলায় হাতে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সুস্থ দেহে সুন্দর মন। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প কিছু নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রনে সকলকে সচেতন থাকতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।