তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: দুলু

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:২২ PM (Visit: 360)

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। আমরা মনে করি দেশে যে নির্বাচন হবে, সে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন। আপনার আমার দায়িত্ব হচ্ছে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।  তিনি দেশের সাধারণ মানুষের কাছে বিশ্বাস ও আস্থা এমন ভাবে সৃষ্টি করেছেন তাতে মানুষ মনে করছে তারেক রহমান দেশ পরিচালনার ক্ষেত্রে একজন যোগ্য নেতা, একজন সুযোগ্য রাষ্ট্রনায়ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।

শুক্রবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখা আয়োজিত এক মতবিািনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের বিকালে সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর হোসাইন সুমন, গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার সহ সভাপতি মিল্টন হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপি’র সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, এডভোকেট রুহুল আমিন তালুকদার টসর, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও  সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

সভায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের কোনো প্রার্থী না থাকায় গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি প্রার্থী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy