চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের সহযোগিতায় বড়বলদিয়া সীমান্তে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সীমান্ত ব্যাংক।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী বড় বড়দিয়া স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সৈকত হাসান মানিক, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, সুবেদার মেজর গোলাম গাউস,বড় বলদিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ সহিদুল ইসলাম প্রমুখ।
চুয়াডাঙ্গা সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার ৩০০ জন হত দরিদ্রদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।