পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন।
শনিবার (১০ জানুয়ারী) অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক রংপুর রেঞ্জ এর উপদেষ্টা শাহানা আক্তার, পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওয়াহাব, পুনাক রংপুর মেট্রোপলিটন পুলিশের সভানেত্রী মাহমুদা হোসেন, পুনাকের কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, কার্যনির্বাহী সদস্য টিম (সাংস্কৃতিক) কাজী বন্যা আহম্মেদ, ও কার্যনির্বাহী সদস্য টিম (সাংগঠনিক) ফাহমিদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক নীলফামারীর সভানেত্রী শাহরিন হোসেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.বি.এম ফয়জুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, পুনাক নীলফামারীর সহ-সভানেত্রী ও সদস্যগণসহ জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ। ২৫০জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।