তেতুলিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
তেতুলিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ AM আপডেট: ১১.০১.২০২৬ ১১:১১ AM (Visit: 303)

দেশের সর্বউত্তরের সীমান্তঘেষা প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সহযোগিতায় ১৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১হাজার ৩৩৫ জন শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । 

শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।  

জানা যায়,  জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই শীত মৌসুমে পুরো জেলায় মোট সাড়ে ৭হাজার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণসহ উপহারসামগ্রী দেওয়া হয়েছে। এই আয়োজনে উপস্থিত থেকে শিশুদের হাতে শীতের উপহার তুলে দেন, পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নুরুল বাসির এবং স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম। এ সময় তেঁতুলিয়া উপজেলার ১৬টি স্কুলের ১হাজার ৩৩৫জন শিক্ষার্থীর নিজ হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণসহ এই উপহার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

মোহাম্মদ মজনু মোল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এফসিএ ডিরেক্টর অঞ্জন মল্লিক, তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব এবং শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দসহ শিশুস্বর্গের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমূখ।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy