মাটিরাঙ্গায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ PM (Visit: 230)

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (১১ জানুয়ারী) সকালে ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আয়োজনে কাঠাল বাগান এলাকায় প্রায় ৩শ শীতার্থ পাহাড়ি, বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সময়ে ২৫০ পাহাড়ি বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি, উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি,জি, মেজর মো: সামিউল হক এসজিপি, উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy