ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৩ PM (Visit: 216)

টাঙ্গাইলের ভূঞাপুরে দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার রুহুলী গ্রামে আল ইনসাফ মানবিক সংগঠনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, নাইম ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি তৌফিকুর রহমান বলেন, আল ইনসাফ একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে শীত বস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কম্বল নিতে আসা নুরজাহান বেগম। তিনি জানান, শীতে মেলা কষ্ট করতেছিলাম। কম্বল পাইয়া খুব উপকার হইলো। একটু হইলেও কষ্ট কম হবো। আব্দুল গফুর জানান, কম্বল দেয়ার কথা শুইনা এইখানে আইছি। গেরামে মেলা শীত। কম্বল পাইয়া মেলা ভালা লাগতাছে।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy