ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী ‘রিমোট কন্ট্রোল’ বোমা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ PM (Visit: 313)
ফরিদপুর শহরের আলীপুর আলীমুজ্জামান সেতুতে স্কুল ব্যাগের ভেতর লুকিয়ে রাখা একটি শক্তিশালী রিমোট কন্ট্রোল বোমা বিশেষ ব্যবস্থায় নিষ্ক্রিয় করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে বিকট শব্দ ও তীব্র কম্পনের সৃষ্টি হয়। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আজ রবিবার শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। ঢাকা থেকে আসা এটিইউ’র ১০ সদস্যের একটি বিশেষ বোমা ডিসপোজাল দল এ কার্যক্রম পরিচালনা করে।
বিস্ফোরণের ফলে তীব্র কম্পন সৃষ্টি হয়
এটিইউ (এন্টি টেরোরিজম ইউনিট) বোমা ডিসপোজাল দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ সাংবাদিকদের জানান, উদ্ধার করা বোমাটি একটি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), যা রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। এটি সাধারণ বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও প্রাণঘাতী। সময়মতো নিষ্ক্রিয় না করা গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
বিশেষ ভেস্ট পরিহিত বোমা ডিসপোজাল দলের সদস্যরা বালুর বস্তা ও বুলেটপ্রুফ সরঞ্জাম দিয়ে ঘিরে রাখা বোমাটির কাছে যান। পরে নতুন তার সংযুক্ত করে প্রায় ৫০ থেকে ১০০ মিটার দূর থেকে ইলেকট্রিক সংযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সময় বিকট শব্দে প্রায় ২০ ফুট উঁচুতে ধোঁয়া উঠে যায় এবং প্রায় ৫০ ফুট পর্যন্ত স্প্লিন্টার ও ধাতব অংশ ছিটকে পড়ে। বিস্ফোরণ শেষে আলামত সংগ্রহ করে নিয়ে যায় এটিইউ।
এর আগে গতকাল দুপুরে ফরিদপুর শহরের কুমার নদের ওপর আলীপুর আলীমুজ্জামান সেতুর দক্ষিণ-পূর্ব প্রান্তে পাটখড়ির স্তূপের ভেতরে একটি নীল রঙের স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে বোমাটি শনাক্ত করে।