গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সিসিডিবি (খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ)। সোমবার সকাল সাড়ে ১১টায় সিসিডিবি’র টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিসিডিবির উপজেলা নেটওয়ার্কের উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়নের ১৭টি সমিতির মাধ্যমে মোট ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে ৬০০টি কম্বল বিতরণ করা হয়।
সিসিডিবি’র এলাকা ব্যবস্থাপক সুদিপন খাসার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আল আমিন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ কুমার মজুমদার এবং টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিবি’র সিনিয়র কর্মসূচি কর্মকর্তা রুবেন মধু, সমাজ সংগঠক মিন্টু বাড়ৈ এবং উপজেলা নেটওয়ার্কের সভাপতি মমতা বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ শীতকালে অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।