মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মতিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
আলোচনা সভায় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কারো সাথে আপোষ করেননি। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি এদেশের মাটি এবং মানুষকে ভালোবেসেছেন। যার কারনে আজকে তার জানাজায় কোটি খানেকেরও বেশি মানুষ হয়েছে।
রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আপনাদের যেই গ্যাস লাইন দেয়া হচ্ছে তা অবৈধ গ্যাস লাইন। আমরা ক্ষমতায় গেলে এই অবৈধ গ্যাস লাইন বৈধ করে দেওয়া হবে। দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সঙ্গে নিয়ে রূপগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো । এখন আপনাদের সাথে আমি যেমন আছি ভবিষ্যতেও তেমনি থাকবো। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক মুক্ত, অস্ত্রবাজসহ অপরাধ মুক্ত রূপগঞ্জ গড়বো।
এতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আমিরুল ইসলাম ইমন, মাহবুবুর রহমান, গুলজার হোসেনসহ আরো অনেকে।