বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ PM (Visit: 330)

বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার তিনটি উপজেলার অন্তত পাঁচটি স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতার হওয়া দুজন হলেন পোদ্দার বাহিনীর প্রধান ও অস্ত্র ব্যবসায়ী ফিরোজ পোদ্দার এবং তার সহযোগী রায়হান আলী।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে ফিরোজ পোদ্দারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকা থেকে সহযোগী রায়হান আলীকেও আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আগ্নেয়াস্ত্রের অবৈধ বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর তাদের নিয়ে সেনাবাহিনী ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন ভাড়াবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ৯ মিলিমিটার ব্রিটিশ বুলডগ রিভলভার, পাঁচটি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

স্থানীয়রা জানান, ধুনটের একটি নিরিবিলি গ্রামে নির্মাণাধীন বাড়িটি ভাড়া নিয়ে গোপনে আস্তানা গড়ে তুলেছিল পোদ্দার বাহিনী। নির্জন ওই ঘর থেকেই বগুড়া জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে চাহিদামতো আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হতো। গ্রামের ভেতরে এভাবে অস্ত্র ও মাদকের মজুদ থাকার ঘটনায় হতবাক এলাকাবাসী।

সেনাবাহিনীর দাবি, ফিরোজ পোদ্দার তার বাহিনী নিয়ে এই বাড়িটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। এখান থেকেই অস্ত্র বেচাকেনার পাশাপাশি অপহরণসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতো।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমাল বলেন, “গ্রেফতার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ মোট আটটি মামলা চলমান রয়েছে। তাকে ও তার সহযোগীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সেনাবাহিনীর এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy