গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি শর্টগান সাদৃশ্য অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া আকাল মাহমুদ স্কুল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের পুবাইলের খিলগাঁও পশ্চিম পাড়া এলাকার মোশারফ সরকারের ছেলে রাব্বী সরকার (২৬) ও একই থানাধীন বড় কয়ের এলাকার জুলহাস মিয়ার ছেলে আনসারুল হক ওরফে আসান ভুইঁয়া (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর মরকুন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি সর্টগান সাদৃশ্য অস্ত্র, ১টি লোহার তৈরি অস্ত্রের ভোল্টপিন ও ৩ টি ধাতব বস্তু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।