গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার পাটগাতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘিয়ারকুল গ্রামের কৃষক নাজমুল শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক নাজমুল শেখ জানান, রাতে বসতঘরে সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের বিষয়টি টের পাওয়ার আগেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নগদ অর্থসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বেদার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।