যুক্তরাষ্ট্রে কাজী মারুফের বাসায় তারকামেলা

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে কাজী মারুফের বাসায় তারকামেলা
অমিত হাসান-শাবনূরের নাচের ভিডিও ভাইরাল
বিনােদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ AM আপডেট: ২০.০১.২০২৬ ১০:৪৭ AM (Visit: 318)

নব্বইয়ের দশক ঢাকাই সিনেমার ইতিহাসে পরিচিত মুখ ছিলেন শাবনূর। কোটি মানুষের হৃদয়ের নায়িকা তিনি। বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন এই অভিনেত্রী। তারপরেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি তার।

গত বছরের এপ্রিলে সিডনি থেকে ঢাকায় এসেছিলেন চিত্রনায়িকা শাবনূর। ঢাকায় ছিলেন মাত্র ৮ ঘণ্টা। অসুস্থ মাকে সঙ্গে নিয়েই আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। তখন জানিয়েছিলেন, বছর শেষে ঢাকায় ফিরবেন।

বাংলাদেশে না এসে তার যাত্রার গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে। সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার একমাত্র সন্তান আইজান নেহানের। শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সে আমেরিকা যেতে চায় কি না। সঙ্গে সঙ্গে আইজানের উত্তর ছিল—হ্যাঁ। সেই ‘হ্যাঁ’-এর জন্যই যেন ভ্রমণ নিয়ে নতুন করে পরিকল্পনা করেন শাবনূর।

যুক্তরাষ্ট্রে গিয়ে শাবনূর বেশ ঘুরে-ফিরে বেড়াচ্ছেন। কদিন আগে দেখা গেল মৌসুমীর সঙ্গে। এবার দেখা গেল, অমিত হাসান, কাজী মারুফ ও মাহিয়া মাহিদের সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাজী মারুফ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে গান বাজছে- একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও... সেই গানের সঙ্গে নাচছেন অমিত হাসান ও শাবনূর। আয়োজনের অংশবিশেষ নিজের সোশ্যাল হ্যান্ডলে লাইভও করেছেন কাজী মারুফ।

রোববার (১৮ জানুয়ারি) চিত্রনায়ক কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আয়োজন ছিল এটি। সেখানে শাবনূরকে অমিত হাসানের সঙ্গে গাইতেও দেখা যায়।

একটি গানে অমিত হাসানের সঙ্গে দ্বৈতভাবে গেয়ে শোনান। ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের দেখা হয়েছে দেশীয় চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে। সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফের সঙ্গে আড্ডা দিয়েছেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy