ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়ীয়া পৌর সদরের মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের পক্ষে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাও. ফজলুল হক জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. আব্দুল মজিদ, খেলাফত মজলিসের নেতা রফিকুল ইসলাম, এনসিপির আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, খেলাফত আন্দোলনের আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক, শাহজাহান নূরীসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
এ প্রসঙ্গে বক্তব্যে বলেন, ১০ দলীয় জোট জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।