মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা প্রতিপাদ্য কে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব- এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
সোমবার সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও অসহায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম, বক্তব্য রাখেন, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মিসেস মাহফুজা খাতুন, অফিসার ইনচার্জ গোমস্তাপুর আলমাস আলি সরকার. উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম প্রমুখ। আলোচনা সভা শেষে অসহায় দুঃস নারীদের সেলাই মেশিন ৯ জনের মধ্যে বিতরণ করা হয় এবং ৬ জন অসহায় মহিলার মাঝে ২ হাজার টাকা দেয়া হয়।
এছাড়া তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) তথ্য কেন্দ্র গোমস্তাপুর দোয়া খায়ের আয়োজন করে। এবং শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-বাবু/ফাতেমা