সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
হারানো ছেলেকে বাবা-মার কাছে হস্তান্তর করলেন সমাজসেবা অধিদপ্তর
মাজহারুল ইসলাম রাজু, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৭:২৮ PM
মাদ্রাসা পড়ুয়া হারানো ছেলে শিশু সাখাওয়াত (৭) কে তার বাবা-মার কাছে হস্তান্তর করলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

সোমবার (৮ আগষ্ট) দুপুরে সমাজসেবা অফিসার তাসলিমা বেগম তার কার্যালয়ে সামনে শিশু সাখাওয়াতকে তার বাবা হালুয়াঘাটের ফকিরপাড়া কৈচাপুর গ্রামের মো. আশ্রাফ হোসেন ও মা মোছা. ফাতেমা খাতুনের নিকট তুলে দেন। হারানো ছেলেকে ফিরে পেয়ে তার বাবা-মা আনন্দে কেঁদে ফেলে। 

এসময় গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীসহ সমাজসেবা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শিশু বাবা-মা ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, শিশু সাখাওয়াতের বাবা ঢাকায় দক্ষিণ খান থানাধীন জয়না মার্কেট এলাকা কাজ করার সুবাধে ঐ এলাকায় বসবাস করেন। সে খানপাড়া মাদ্রাসার ছাত্র। গত ৩১ জুলাই অন্য ছেলেদের সাথে সাখাওয়াত বিমানবন্দর ষ্টেশনে ঘুরতে এসে ট্রেনে উঠে পড়ে। পরে গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে নেমে কান্নাকাটি করতে থাকলে জনৈক ব্যক্তি তাকে গফরগাঁও থানায় নিয়ে আসে। থানার ওসি ফারুক আহম্মেদ ছেলেটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিয়ে যান। এরপর গত ৯দিন যাবত শিশু সাখাওয়াত সমাজসেবা অফিসার তাসলিমা বেগমের অধীনে থাকায় অবস্থায় শিশুর বাবা-মার খোঁজ পায়।
 
-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত