সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে বিশেষ সেবা প্রদান
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৭:৩৪ PM
ঢাকার কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ী শাখায় নারী সেবা প্রত্যাশীদের দেওয়া হচ্ছে বিশেষ সেবা প্রদান।

সোমবার (৮আগস্ট) বেলা ১১টায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, সুরক্ষা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আয়েজনে কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ী শাখায় এ বিশেষ সেবা প্রদান করা হয়।

এসময় সেবা প্রত্যাশী কয়েকজন নারী বলেন এক সময় পাসপোর্ট অফিস মানেই ছিল ভোগান্তী, সেই ধারনাকে পিছনে ফেলে সেবা মান পরিবর্তন ও ভোগান্তিমুক্ত ডিজিটাল সেবা পেয়ে আমরা সন্তুষ্ট। 

কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ী শাখার উপ-পরিচালক মোঃ জামাল হোসেন বলেন, নারী সেবা প্রত্যাশীদের জন্য আলাদা বুথ স্থাপন করে পাসপোর্টের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুরো আগষ্ট মাস জুড়ে চলবে এ বিশেষ সেবা, শুধু তাই নয় ভবিষ্যৎ এ সেবার পরিধিকে আর বৃদ্ধি করে কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মকর্তা।
 
-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত