টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ মোনাজাত, উপজেলা পরিষদ হল রুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মূল অনুষ্ঠান অনলাইনে উপভোগ, আলোচনা সভা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি অনুদান প্রদান করা হয়।
এছাড়াও উপজেলা পরিষদের অর্থায়নে ৬৩ জন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, তথ্য সেবা কর্মকর্তা সোনালী রানী প্রমুখ।
-বাবু/ফাতেমা