শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
আখাউড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৭:৪৮ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীপালিত হয়েছে।

বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় একটি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসরিন সফিক আলেয়া, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ্,  বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার,  যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন আহাম্মদ, আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মনির হোসেন।

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত