বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
জাতীয় শোক দিবস ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ‘দুই সহস্রাধিকবার কোরআন খতম’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭:৫৩ PM আপডেট: ১০.০৮.২০২২ ৮:১০ PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে ১০ আগস্ট ২০২২ হতে ১৫ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত ছয়দিন ব্যাপী ৫০ জন হাফেজে কুরআন এর মাধ্যমে ‘দুই সহস্রাধিকবার কোরআন খতম’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্বে উক্ত খতমে কোরআন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস. এ. এম. ফজল-ই-খুদা, জেলা পরিষদের প্রশাসক মো. আশরাফুল হক, বাংলাদেশ আওয়ামীলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামাণিক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান প্রমুখ। 

কোরআন খতম অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান করছেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান।

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত