বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৪:২৩ PM আপডেট: ১৪.০৮.২০২২ ৫:১৩ PM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া বটতলা বাসস্ট্যান্ডে ঢাকাগামী মোল্লা, সাকুরা ও শরিয়তপুর তিন পরিবহনের সংঘর্ষে বাসে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ৩টার দিকে উমপাড়া বটতলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি বাস যাত্রী উঠাচ্ছিলেন। এ সময় পেছনে থেকে অপর একটি বাস ধাক্কা দিলে ২ জন নিহত এবং গুরুত্বর আহত হন আরও ৩ আরোহী।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মাহফুজ রিবেন জানান, উমপাড়া বটতলা বাস সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, গাড়ি ৩টি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত