চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান -এর নেতৃত্বে নিজস্ব ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন ও কালো ব্যাজধারণের মধ্যে দিয়ে দিনের শুরু হয়। সকাল ৮টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল আহসান। এ সময় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী-২ মোঃ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী-৩ মোঃ রাশেদুজ্জামান রনি, উপ-সহকারী প্রকৌশলী, নাচোল মুঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী, শিবগঞ্জ মোঃ তোহিদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/ফাতেমা