শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
জনগণের কষ্টের সময় সহানুভূতির সঙ্গে পাশে থাকতে হবে-পঙ্কজ নাথ এমপি
রহমাতুল্লা(পলাশ), হিজলা-বরিশাল
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ১২:৪৯ PM
বরিশালের হিজলা-কাজিরহাট-মেহেন্দিগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন। ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল-৪ হিজলা-কাজিরহাট ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পংকজ নাথ এমপি নির্দেশনায় দিবসটি পালন করা হয়।

১নং আন্দামানিক ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৫ আগস্টে সকল শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনায়  দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কাজিরাহাট থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আন্দারমানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন (খোকন) খান এর সভাপতিত্বে বিকাল ৫টায় আন্দারমানিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য জননেতা পঙ্কজ নাথ।

পঙ্কজ নাথ এমপি তার বক্তব্যে বলেন, “জনগণের কষ্টের সময় সহানুভূতির সঙ্গে পাশে থাকতে হবে” এটাই আওয়ামী লীগের রাজনীতি, এটাই জননেত্রী শেখ হাসিনার রাজনীতি, মরণব্যাধি করোনা ভাইরাসে যখন সারা বিশ্ব অর্থনীতি থমকে ছিল তখন জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।

আরও বলেন,  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের রাখাল রাজা স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নামক একটি দেশ জন্ম হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল খুদা ও দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ার । ঠিক সেই মুহূর্তে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধু পরিবারকে নির্মমভাবে হত্যা করেন।
তার সমাপ্ত কাজকে জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়ন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও গুয়াবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওমান বিনতে শফিকুল ইসলাম (রুমানা), হিজলা থানা অফিসার ইনচার্জ মো: ইউনুস মিয়া, কাজিরার থানা অফিসার ইনচার্জ মোঃ জুবায়ের, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ মনি, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার, আন্দারমানিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম হাওলাদার ও কাজী শহিদুল ইসলাম সহ মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত