পিরোজপুরের নাজিরপুরে স্বামী পরিত্যক্তা নারী (৩৫) কে জোর করে ধর্ষনে অন্ত:সত্ত্বা করা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আলমগীর হোসেন শেখ (৪৫) উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের জয়নাল শেখের ছেলে। ভুক্তভোগী ওই নারীর বাড়ি একই ইউনিয়নের উদায়তারা গ্রামে।
ভুক্তভোগী নারী জানান, গত এক বছর আগে তিনি তার স্বামীকে ডিভোর্স দেন। এ নিয়ে স্বামী তার নামে মামলা করেন। গত মার্চ মাসের শেষের দিকে সন্ধ্যার সময় ওই নারী মামলার বিষয় কথা বলে উপজেলার কালিবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় মধ্য জয়পুর এলাকায় পৌঁছলে ধর্ষক তাকে একা পেয়ে মুখ চেপে ধরে মধ্য জয়পুর এলাকার একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোর করে ধর্ষন করে।
এতে তিনি অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। তখন তিনি লোক লজ্জায় বিষয়টি কাউকে বলেননি। সম্প্রতি বিষয়টি প্রকাশ পেলে ধর্ষক তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে গর্ভপাত করার চেষ্টা করে। এতে তিনি রাজী না হলে লোকজন দিয়ে ওই নারী ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে বলে ওই নারী অভিযোগ করেন। স্থানীয় ইউপি সদস্য মো: হাসান হাওলাদার জানান, বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন। তবে এখনো কোন অভিযোগ পাননি তিনি। এ বিষয়ে জানতে বুধবার অভিযুক্ত আলমগীর হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানায় আলমগীর হোসেন পলাতক রয়েছে। তার ফোন নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। তবে তার ছেলে জানায় পিতা গত কয়েক দিন ধরে বাড়িতে নাই। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-বাবু/এ.এস