শ্রীমঙ্গলে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার তিনদিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।
পুরস্কার বিতরনী অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড সন্ধীপ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমদ, ক্রীড়া সংগঠক মিলন দাস গুপ্ত প্রমুখ।
প্রতিযোগীতায় ২০টি ইভেন্টে শ্রীমঙ্গল উপজেলার ৩২ টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ছিল ছেলেও মেয়েদের ফুটবল, সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি শ্রীমঙ্গল উপজেলা কমিটির আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগীতা অনু্ষ্ঠিত হয়।
বাবু/এসএম