রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৫ PM আপডেট: ০৮.০৯.২০২২ ৬:২৮ PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব কর্মকারের বিরুদ্ধে। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ৫৬ নং বটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। 

ভূক্তভোগীর পরিবারের অভিযোগ,তাদের মেয়ে স্কুলের নিয়মিত একজন শিক্ষার্থী ছিলো কিন্তু গত সপ্তাহ থেকে সে কোনভাবেই স্কুলে যেতে চায়নি এবং প্রচন্ড আতঙ্ক নিয়ে সবসময়  ঘরের মাঝেই বসে থাকতো। বিষয়টি নিয়ে অভিবাবকের মনে সন্দেহ মনে হলে ওই ছাত্রীকে জিজ্ঞাসা করলে তারা এই ঘটনা সম্পর্কে জানতে পারে।

ভূক্তভোগী স্কুলছাত্রী জানায়, স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব কর্মকার সুযোগ পেলেই শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। বিল্পব স্যার শুধু আমাকেই নয় সাথে আমার অন্য সহপাঠীদের শরীরেও হাত দেয়। এইসব ঘটনা যেন কারো কাছে না বলি এজন্য বিভিন্নভাবে আমাদের হৃমকিও দেয়া হতো। আমাদের এখন স্কুলে যেতে খুব ভয় লাগে , ওই স্যার যে পর্যন্ত স্কুলে থাকবে সেই পর্যন্ত আমরা কেউ স্কুলে আসবো না । 

বিষয়টি জানাজানি হওয়ার পরেই স্কুলের অভিবাবক ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষককে স্কুল থেকে বহিস্কারসহ কঠিন শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষক বিপ্লব কর্মকার মাদারবাড়ী গ্রামের দশরথ কর্মকারের ছেলে।অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিল্পব কর্মকারের ব্যাবহৃত মুঠোফোনে ০১৭২৪৯৫৪২৩১ যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন , স্কুল ছাত্রীকে শ্লীতহানির বিষয়ে মৌখিকভাবে শুনেছি ,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত