শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
গৌরীপুরে মোবাইল কোর্টে চার মাদকসেবীর কারাদণ্ড
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৮ PM

ময়মনসিংহে গৌরীপুরে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে গাজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে চার জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গাজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে পৌরসভাধীন পূর্ব দাপুনিয়া এলাকার মৃত আহম্মেদ আলীর পুত্র মোঃ হাবিবুর রহমান (৪০) কে পাচ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড, পৌরসভার নতুন বাজার এলাকার মোঃ আক্কাস আলির পুত্র আলমগীর হোসেন রতন (৪৫) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড, নতুন বাজার এলাকার আব্দুল মোতালেবের পুত্র মোঃ রকিবুল ইসলাম (২৮) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাচশত টাকা অর্থদন্ড এবং অচিন্তপুর ইউনিয়নের রামজীবনপুর এলাকার মৃত এয়ার হোসেনের পুত্র আব্দুল রাজ্জাক (৫৫) কে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও একহাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ - মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে সার্বিক সহায়তা ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অধীন ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর ও তার চৌকশ টীম । 

প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক পূড়িয়ে ধংস করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও শালিহর এলাকার সুরুজ মিয়ার পুত্র পলাতক মাদক মাসুদ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ প্রদান করা হয়।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত