ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
গতকাল শুক্রবার দুপুর ২টায় বিক্ষোভ মিছিলে বেগুনবাড়ি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের বেগুনবাড়ি প্রান্তে এই এলাকার মানুষের চলাচলের জন্য কোন আন্ডারপাস নির্মান না করেই ব্রীজ নির্মান করছে সরকার।
বেগুনবাড়ি পূর্ব-পশ্চিমপাশের মাঝে কোনো চলাচলের রাস্তা না থাকায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী।
মহাসড়কের কাজ শেষ হওয়ার আগেই সড়ক পারাপারে বেগুনবাড়ি এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই।
-বাবু/এসআর