বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে স্বর্ণ ডাকাতির ঘটনা জড়িত পুলিশ সহ ৮ জন আটক
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৯ PM
ঢাকার কেরানীগঞ্জের জনি টাওয়ার মোড় থেকে ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় জড়িত অভিযোগে এক পুলিশ কনস্টেবল সহ ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

এসময় লুন্ঠিত ৫১ ভরি ৬ রতি সোনা, স্বর্ণ বিক্রির নগদ ১৫লক্ষ টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

সোমবার বেলা সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম।

গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার উত্তর গোরাইল গ্রামের মৃত তোমছের আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম ((৩৮) ও আন্দার মানিক গ্রামের মোঃ লালমিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৩৮), ঝালকাঠি জেলার রামচন্দ্রপুরের জামাল সর্দারের ছেলে মোঃ রহমান (৩২), ভোলার লালমোহন থানার গজারিয়া গ্রামের গোপী মজুমদারের ছেলে উত্তম মজুমদার, কুষ্টিয়ার খোকাশা থানার আমবারিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ শরীফ (৩৬), ঢাকার আশুলিয়া থানার শিমুলিয়া বড় পাড়া গ্রামের মৃত মন্তোস পালের ছেলে আনন্দ পাল (২৭), খুলনা জেলার লবনচোরা থানার হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্য পাড়া এলাকার কামরুজ্জামানের স্ত্রী নাহিদা নাহার মেমী (৩২) ও লালবাগ থানার পুলিশ কনস্টেবল মোঃ কামরুজ্জামান (৪২)।

পুলিশ সুপার বলেন, গত ২সেপ্টেম্বর মানিকগঞ্জের সিংগাইর গোবিন্দল জামটি বাজারের সোলাইমান জুয়েলার্সের মালিক মোঃ হাবু মিয়া (৫০) তার দোকানের বিশ্বস্ত কর্মচারী বরুন ঘোষ(৪৮) এর মাধ্যমে ৮ পিচ লম্বা বিস্কুট আকৃতির ৯৮ভরি স্বর্ণ দিয়ে বিভিন্ন গহনার তৈরীর উদ্দেশ্যে তাতিবাজারে পাঠান। তাকে অনুসরণ করে এক ব্যক্তি সেখানে যান। তিনি মুলত ইনফরমার ছিলেন, শুক্রবার তাতিবাজার বন্ধ থাকায় বরুন ঘোষ পুনরায় মানিকগঞ্জে ফিরত যাচ্ছিলেন।

পথে কেরানীগঞ্জে জনি টাওয়ার মোড় এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে গাড়িতে তুলে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতরে নিয়ে ৯৮ভরি স্বর্ণ লুট করে নিয়ে বরুনকে ফাকা স্থানে নামিয়ে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

বরুন বিষয়টি তাৎক্ষনিক মোবাইল ফোনে তার মালিককে জানায়। পরবর্তীতে মালিক হাবু মিয়া বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং - ১০, তারিখ- ০৩/০৯/২০২২, ধারা- ১৭১/৩৪২/৩৯৪ পেনাল কোড।

এই মামলার সুত্র ধরে, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম তাৎক্ষণিকভাবে উক্ত ডাকাত চক্রকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন। কেরাণীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীরের নেতৃত্বে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় কেরাণীগঞ্জ মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ঢাকার আশুলিয়া, সাভার ও ডিএমপির বিভিন্ন এলাকাসহ এবং খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৭ সদস্যকে গেফতার করতে সক্ষম হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত