শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বগুড়ায় চাঞ্চল্যকর হিটলু হত্যার প্রধান আসামি মোস্তফা গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৭ PM আপডেট: ১৪.০৯.২০২২ ৬:০৩ PM
বগুড়ার ধুনটে চাঞ্চল্যকর হিটলু হত্যা মামলার আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৪ সেপ্টেম্বর)  দুপুরে বগুড়ার গোদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত নয়া মিয়ার ছেলে।

সিআইডি সূত্র  জানিয়েছে, চলতি বছরের ১০ এপ্রিল মামলার ১ নম্বর আসামি নবাব আলী নিমগাছী ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য এমপিকে দেখানোর নামে হিটলুকে লোকজন জোগাড় করতে বলে। তখন হিটলু এমপি আসবে বলে মোটরসাইকেলসহ বেশ কিছু লোকজন জোগাড় করে। একপর্যায়ে এমপি না আসলে হিটলু নবাবকে মোটরসাইকেলের তেল দিতে বলে। এ নিয়ে নবাবের সাথে তার কথা কাটাকাটি হয়। সেই ক্ষোভে ১৬ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে নবাব তার লোকজন নিয়ে হাসুয়া দিয়ে হিটলুর পায়ের রগ কেটে ফেলে তাকে হত্যা করে।

বুধবার বিকালে সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন থেকেই হিটলু হত্যা মামলার (মামলা নং-১১, তারিখ-১৯/০৪/২০২২ খ্রিস্টাব্দ ধারা-১৪৩/৩৪১/৩২৫/৩২৬/ ৩০৭/ ৩০২/২০১/১১৪ পেনাল কোড-১৮৬০) এজাহার নামীয় আসামি গোলাম মোস্তফাকে ধরার চেষ্টা করা হচ্ছিল। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের গোদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি বগুড়ার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার জানান, বগুড়া জেলার সিআইডির একটি চৌকস টিম আসামিকে গ্রেফতার করে। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত