শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৩ PM
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার আমলাদহ ভরাট এলাকার শ্রী সতেন্দ্র কুমার মোদক (৬৫) ও তার স্ত্রী সুনীতি মোদক (৫৫)।

জানা যায়, বাস থেকে নামার পর মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ওই দম্পতি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করতে পারেনি।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত