মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
আখাউড়া বন্দর দিয়ে ভারতে গেল ইলিশ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৭ PM আপডেট: ২০.০৯.২০২২ ৫:৫৩ PM
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 'বিশেষ বিবেচনায়' ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে  বাংলাদেশ থেকে ভারতে গেছে দুই হাজার ৮০০ কেজি ইলিশ মাছ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দুটি পিকাপ ভ্যানে করে এসব মাছ রপ্তানি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছগুলো রপ্তানি করে ঢাকার যাত্রাবাড়ির 'ফিস বাজার' নামে একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলেন মেসার্স খলিফা এন্টার প্রাইজ। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রপ্তানি করা হয়। ১১২ কার্টুনের প্রতিটিতে ২৫ কেজি করে মাছ ছিলো।

দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশি দেশের সঙ্গে বন্ধুত্ব ও সু-সম্পর্ক বাড়াতে গতবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছর ও দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি মো. মনির হোসেন বাবুল বলেন, পূজার উপলক্ষে বিশেষ অনুমতি সাপেক্ষে ইলিশ রপ্তানি হচ্ছে। এর মধ্য দিয়ে দু'দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।  খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি শাহনেওয়াজ মিয়া শানু বলেন, কয়েকটি প্রতিষ্ঠান ৫০ টন করে মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এরই আলোকে এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি করা হলো। 

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান চৌধুরী জানান, পুজা উপলক্ষে এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি হয়েছে। কোনো প্রতিষ্ঠান মাছ রপ্তানি করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত