আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-২ আসনের সাংসদ এডভোকেট কামরুল ইসলাম এমপির সাথে। কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকার কালিন্দী নেকরোজবাগ রেড রোজ পার্টি সেন্টারে এ আয়োজন করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। এডভোকেট কামরুল ইসলাম এমপি তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু'র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি তার বক্তব্যে বলেন 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান ভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি।' দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব।
এসময়
উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর
রশিদ পিপিএম, মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম ও
সাধারণ সম্পাদক হাজী মো. আলতাফ হোসেন বিপ্লব, সহসভাপতি শফিউল আজম বারকু,
কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলুল হক, শাক্তা ইউপি
চেয়ারম্যান হাবিবুর রহমান, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী
মস্তান, সাধারণ সম্পাদক এহসান উদ্দিন আহমেদ, সহসভাপতি হাজী আনোয়ার হোসেন
জয়।
জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক মো. বাবুল, মো. হান্নান মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হামিদা বেগম লতা, আওয়ামী লীগ নেত্রী রোকেয়া বেগম প্রমুখ। এছাড়াও পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপাল সরকার, সাংগঠনিক সম্পাদক জীবন শীল, প্রচার সম্পাদক সুমন ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক নিরাঞ্জন সরকার, গোবিন্দ সরকার, প্রতিটি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাবু/জাহিদ