শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
দুই গোলে বিজয়ী কিশোরগঞ্জ ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫০ PM
ইউটিউবার ব্যারিস্টার সায়েদুল হক সুমনের আগমন উপলক্ষ্যে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি বনাম ঈসাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মধ্যে এ খেলাটি অনুষ্ঠিত হয়। 

খেলা শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের চার পাশ মানুষের ঢল মেনে আসে। ফুটবল প্রেমী দর্শক সমাগমে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিলেন।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ঈসাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রিয় ব্রত পাল, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আরজ আলী, রাস্ট্রপতির কনিষ্ঠ পুত্র আইন বিভাগের ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ সহ অনেকেই।

প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগে ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমির ৯৬তম ম্যাচ প্রীতি ফুটবল ম্যাচের স্বাগত বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ রাস্ট্রপতির উর্বর ভূমি এখানে আমি জিততে আসিনি এসেছি ফুটবল খেলাকে উজ্জীবিত করার জন্য। তিনি আরো বলেন বাংলাদেশে বর্তমানে ফুটবলের যে অবস্থা তার উন্নতি না দেখে বয়সের ভাড়ে যেন আমি শুয়ে না পড়ি।

উক্ত খেলায় কিশোরগঞ্জ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২ গোল করে ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করেছে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত