সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
জেলা পরিষদ নির্বাচন
৫নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী রেজাউল
হাসান আলী সোহেল, বাগাতিপাড়া (নাটোর)
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৪:২০ PM আপডেট: ১৭.১০.২০২২ ৪:২২ PM
জেলা পরিষদ নির্বাচন-২০২২ নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। সোমবার (১৭ অক্টোবর) আয়োজিত এই ভোটে উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি বুথে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শতভাগ ভোট গ্রহণ হয়। 

মোট ৮১ জন ভোটারের মধ্যে ১ জন মৃত্যু বরণ করায় ৮০ জন ভোট প্রদান করেন। সদস্য পদে ছয় জন প্রার্থীর মধ্যে রেজাউল করিম ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদন্দী বেলাল উদ্দিন আহমেদ ঘুড়ি প্রতিক নিয়ে ২১ ভোট, সেলিম রেজা টিউবওয়েল ১৬ ভোট, হাসানুর রহমান তালা ৭ ভোট, নাসির উদ্দিন বৈদ্যুতিক পাখা ৬ ভোট, এস.এম মশিউর রহমান অটোরিক্সা ২ ভোট পেয়েছেন।

প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম ভোটের ফলাফল ঘোষনা করার পরে বিজয়ী প্রার্থী রেজাউল করিম উপজেলা প্রেসক্লাব’র সামনে তার প্রতিক্রিয়া জানান, জনগণ আমাকে সহযোগিতা করলে আমি ৫ নং ওয়ার্ড এলাকায় মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাগাতিপাড়া গড়ে তুলবো।

এছাড়া এ কেন্দ্রে সংরক্ষিত মহিলা আসনে লাভলী ইয়াসমিন (ফুটবল) ৩৮ ভোট, বিউটি আহমেদ (হরিণ) ২১ ভোট, শেফালী আক্তার (টেবিল ঘড়ি) ১৬ ভোট, ফরিদা পারভিন (দোয়াত কলম) ১০ ভোট, লাইলী বেগম (মাইক) ৪ ভোট, মহুয়া পারভিন লিপি (লাটিম) ০ ভোট পেয়েছেন। এ কেন্দ্রে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’লীগ ও জাতীয় পার্টি প্রার্থীর মধ্যে আ’লীগের সাজেদুর রহমান খাঁন (চশমা) ৪৪ ভোট ও জাতীয় পার্টির নূরন্নবী মৃধা (ঘোঁড়া) ৩৬ ভোট পেয়েছেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত