শিশু-কিশোর সংগঠন খেলাঘর মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক পংকজ পাল কে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি করা হয়েছে।
আজ শনিবার মানিকগঞ্জ আফরোজা রমজান গার্লস স্কুল এন্ড কলেজে দিনব্যাপী সম্মেলনের মধ্যেদিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে হলেন, সহ সভাপতি মো. আরশেদ আলী, উষা মন্ডল, আল্পনা সরকার, গোলাম ফারুক, সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ মেহেদী হাসান, শাহিনুর রহমান, মো. বশির উদ্দীন, রাসেল আহমেদ, কার্যকরী সদস্য আব্দুল ওয়াহেদ, রিতা আক্তার, তাসনিম, সজিব মিয়া, তপন সুত্রধর।
কমিটিতে একটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে, কাজের মধ্যেদিয়ে কো-আপ করে নিয়া হবে।
"আজকের খেলাঘর আগামীর বাংলাদেশ, খেলাঘর চায়না, শিশুদের কান্না" এই স্লোগান সামনে রেখে বাংলাদেশে শিশুদের প্রগতির সুস্থ ধারায় অধিকার আদায়ের ১০টায় এ সম্মেলনর উদ্বোধন করা হয়।
এরপর আলোচনা সভায় অধ্যাপক আব্দুল ওয়াহেদ সভাপতিত্বে ও আরশেদ আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী। কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, খেলাঘর আসর বিভাগীয় সমন্বয়কারী কাজী জাবেদ ইকবাল শিহাব, খেলাঘর আসর কেন্দ্রীয় সদস্য আনোয়ার আলী তালুকদার, সৌমেন পোদ্দার, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার প্রমুখ।
আলোচনা সভা শেষে, কাউন্সিল অধিবেশনে খেলাঘর মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক পংকজ পাল কে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু।
-বাবু/এ.এস