সীতাকুণ্ড পৌরসদর বাজারে কৃষি বিপণন আইন ও মৎস্য আইন এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার সময় অভিযানটি পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।
এতে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা মার্কেটিং কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকরা। এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
অভিযানকালে দোকানগুলোতে কৃষিপণ্য বিপণন লাইসেন্স ও কলা বিক্রির দায়ে আড়ৎদার হারাধন সাহাকে দুই হাজার টাকা, দিলীপ কুমারকে দুই হাজার টাকা ও মূল্য তালিকা না থাকার অপরাধে চাল ব্যবসায়ী প্রদীপ চন্দ্র দাশকে তিন হাজার টাকা ও মুদি দোকানদার জামাল উদ্দীনকে তিন হাজার টাকাসহ সর্বমোট দশ হাজার টাকা জরিমানা করা হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, রবিবার পৌরসদর বাজারে অভিযানে অভিযুক্ত সকলেই তাদের অভিযোগ স্বীকার করেন এবং দ্রুত কৃষিপণ্য বিপণন লাইসেন্স সংগ্রহ ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন করবেন বলে অঙ্গীকার প্রদান করেন।
বাবু/জেএম