শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
মদনে অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার
আলী আজগর, পনির
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৩:৫২ PM
নেত্রকোনার মদন উপজেলায় অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পরিদর্শক (তদন্ত) মাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পলাতক দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। শুক্রবার সকালের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই যবক হলেন- উপজেলার নায়েকেপুর ইউনিয়নের আঁখাশ্রী গ্রামের হাসিম উদ্দিনের ছেলে ফরুক আহমেদ রকি (২৮) এবং একই গ্রামের সোনাতন মিয়ার ছেলে ডালিম মিয়া (২৭)। তারা দুজন কিশোরীকে অপরহরণ পরে ধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি।

মদন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে সকালের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। এ মামলার অন্যান্য এজাহারভুক্ত আসামিরা হলেন- একই গ্রামের নূরুল আমীন (২৭), ছেলে শহীদুল্লা (২৯) ও হরুল মিয়া (৪৭) এবং জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের মো. শহীদ মিয়া (৪২)।

মামলার সূত্রে. গত ২০১৫ সালের ৭ জুলাই ভিকটিম (১৩) তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবার পথে ছয়জনে মিলে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ব্যাটারি চালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণের করেন। মামলার এক নম্বর আসামি নূরুল আমীন ভিকটিমকে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করেন। চার-পাঁচ দিন পর অর্ধমৃত অবস্থায় ভিকটিমকে উপজেলার কাইটাইল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে পরিবারের লোকজন ভিকটিমকে উদ্ধার করেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওই মাসের ২০ তারিখ জেলা নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা দায়ের করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত