শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
নীলফামারীতে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:৩৭ PM
স্কুল ছাত্রী  ইতি আক্তার কে নিজ বাসায় ধর্ষণ ও হত্যার দায়ে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ এর বিজ্ঞ  বিচারক মো. মনসুর আলম সকাল ১১টা ৩৫ মিনিটে আসামি মাহমুদার কে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় মৃত্যুদণ্ডের আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। আসামি এখন পলাতক রয়েছে।

নীলফামারী জলঢাকা উপজেলায় ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর বিকাল পাঁচটার সময় স্কুল ছাত্রী  ইতি আক্তার এর নিজ বাসায় (দুন্দি বাড়ি পশ্চিম পাড়ার) আফান উদ্দিন এর ছেলে মাহমুদার (২৪) ইতি আক্তার  (১৪) কে ধর্ষণের পর ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে হত্যা করে ।

এ বিষয়ে ইতি আক্তারের পিতা মো. ইয়াকুব আলী ১/১০/০৯ইং তারিখ বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা করেন, মামলা নং নাঃশিঃ/দায়রা ৮৯/১০ জি আর-১০৪/০৯। দীর্ঘ ১৩ বছর চলা এ মামলায় সাক্ষী প্রমান ও বিভিন্ন আলামতের ভিত্তিতে সন্দেহাতীত ভাবে একমাত্র আসামি মাহমুদার (২৪) দোষী প্রমাণিত হওয়ায় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ এর বিজ্ঞ  বিচারক মো. মনসুর আলম বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টা ৩৫ মিনিটে আসামি মাহমুদার কে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১ এর বিশেষ পিপি অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বাপ্পী জানান, দীর্ঘ বিলম্ব হলেও শেষ পর্যন্ত বাদী ন্যায় বিচার পেয়েছে, অতি দ্রুত এ রায় কার্যকর হবে বলে প্রত্যাশা করছি। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল লতিফ সরকার জানান, আমরা উচ্চ আদালতে আপিল করব, আসামি উচ্চ আদালতের জামিন নিয়ে পলাতক রয়েছে এ বিষয়ে শুনেছি। আসামি পক্ষের কেউ আমার সাথে যোগাযোগ করেনি, অন্য মামলার থেকে এই মামলাটি একটু ভিন্ন রকম।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত