শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
রাজবাড়ীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:৪৫ PM
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতকালে বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সাংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার মো. রাজ্জাক উদ্দীনের ছেলে মো. রাহাদ বিশ্বাস (২৬) একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. রমজান আলী (২৪), বিনোদপুর এলকার মৃত ফরহাদ মন্ডলের ছেলে মো. আরিফ মন্ডল (২৯), আলাদীপুর এলাকার মো. কুব্বাদুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (২৫) ও একই এলাকার মো. ইকবাল শেখের ছেলে মো.আলীম শেখ (২৩)।

মঙ্গলবার থানা পুলিশর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক দোচালা ঘরের মধ্যে থাকা সন্ত্রাসী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে এবং বাকিরা পালিয়ে যায়। এসময় তাদের দেহ এবং ঘরের ভিতর তল্লাশী চালিয়ে একটি  বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন  (নয়) রাউন্ড পিস্তলের গুলি, ১টি কার্তুজ একটি চায়নিজ কুড়াল, দুটি রামদা, একটি কুড়াল, দুটি ছোরা,২টি চাকু উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি ও অন্যান্যদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে ও ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত