রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী যশোর জেলার কোতয়ালী থানার দেওরা ইউপির গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে সাগর হোসেন (২৫)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানা পুলিশ বুধবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর সামনে খুলনা টু ঢাকা গামী মহাসড়কের উপর থেকে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ সাগর হোসেনকে আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম