ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের খোলামারা লাখিরচর এলাকায় অভিযান চালিয়ে ১১টি চোরাই মিশুক অটোরিকশা সহ চোরচক্রের ছয়জনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বাচ্চু (৫৫), নজরুল ইসলাম (২৫), ফারুক হাসান (৩০) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মোতাবেক আরিফুল (৩০), রিপন শেখ ওরফে জামাল শেখ (৪০) ও দ্বীন ইসলাম (৪২) নামের আরো তিনজনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবির ও কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
শাহবুদ্দিন কবির জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। তারা সবাই চোরাই মিশুক অটোরিকশা ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
-বাবু/এ.এস